ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবীর ওসমানী ছিলেন স্বাধীনতার প্রধান চালিকা শক্তি: এড. শাহীন

মশাল
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেছেন, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান চালিকা শক্তি। তাঁর সাহসিকতা ও নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ওসমানী শুধু একজন সামরিক নেতা নন, তিনি ছিলেন এক দূরদর্শী ব্যক্তিত্ব, যাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধে ওসমানীর অসামান্য অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, যাতে তারা ওসমানীর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। ওসমানীর মতো নেতা ইতিহাসে বিরল। তাঁর জীবনাদর্শ থেকে দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা নিতে হবে।
তিনি রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটি সিলেট আয়োজিত আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরারীচাঁদ কলেজের সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এম আসাদুজ্জামান, ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ এর ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, লাল দির্ঘারপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ সমিতির সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান কামালী, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটির সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির চিত্রাংকন কমিটি পরীক্ষা নিয়ন্ত্রক এম এ মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, খালেদ মিয়া, মো. ইউসুফ সেলু, শিরিন চৌধুরী, আব্দুল ওয়াদুদ, তুহিন আহমদ, সাহেদা বেগম, ফাতেমা বেগম, মো. আলমগীর আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।