ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

মশাল
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজারের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্কুলের মাঠে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকারের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ড. বিয়াম কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. জাহিদ মিয়া, শিক্ষানুরাগী মো. শাহজাহান, সৈয়দ আব্দুল নূর মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদকে গত ১৩ই ফেব্রুয়ারী আটক করা হয়। যা অত্যন্ত দুঃখজনক। তিনি একজন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের একজন প্রিয় শিক্ষক তিনি। সালেহ আহমদ একজন ভালো মানুষ। ষড়যন্ত্রমূলক ভাবে থাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা এধরনে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে শিক্ষক ও শিক্ষার্থীদের মনের ভাষা বুঝে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে মানুষ গড়ার কারিগর সালেহ আহমদকে নিঃশর্ত মুক্তির প্রদানের জন্য জোর দাবী জানান বক্তারা।-বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।