সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এ এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। অথচ জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলের রয়েছে অপার সম্ভাবনা। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সবার মতামত নিয়ে এই এলাকার মানুষের আশা-আকাঙঙ্খা পূরণ করতে চাই। প্রতিটি এলাকায় মানুষের যে সমর্থন পাচ্ছি তা দেখে আমি অভিভূত। এ মাটির সন্তান হিসেবে আমি গরীব মেহনতি মানুষের সেবা করে যাবো আজীবন।
জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন এলাকায় গত মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সিলেট জেলা উলামা দলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব এম কামাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাদিম আহমদ, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল আহমদ প্রমুখ।