ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাতৃভাষা বাংলার বীরোচিত ও সাহসী মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে: অধ্যক্ষ মাসউদ খান

মশাল
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীই তার মাতৃভাষাকে মর্যাদা দিয়ে থাকে। মাতৃভাষার মর্যাদার ওপর ভিত্তি করেই একটা জাতিকে এগিয়ে যেতে হয়। মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জনের বীরত্বগাথা সংগ্রামের ইতিহাসের কারনে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে দাঁড়িয়ে আছে উচ্চতর মর্যাদার আসনে। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে জ্ঞানের সব স্তরে বাংলা ভাষার প্রয়োগ বৃদ্ধিতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর রহমতই হলো আমাদের এই মাতৃভাষা, যার বীরোচিত ও সাহসী  মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে।
সেবা, বিশ্বাস ও প্রত্যয় নিয়ে এগিয়ে চলা বিপ্লবী ও সামাজিক সংগঠন ‘টিম অনওয়ার্ড’ এর উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর সুলেমান হলে  দিনব্যাপী  প্রতিযোগিতা, আলোচনা সভা ও সংস্কৃতি সন্ধায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিম অনওয়ার্ডের সভাপতি মাহদি হাসান তাহসিন এর সভাপতিত্বে ও মীম সুফিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষিকা ইভা বেগম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল, কোতোয়ালি থানা জামায়াতের সেক্রেটারি পারভেজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন এর কেন্দ্রীয় সমন্বয়ক ফয়সাল আহমেদ, সিলেট জেলার আহ্বায়ক আক্তার হুসাইন, টিম অনওয়ার্ডের উপদেষ্টা জাকারিয়া হুসাইন জাকির, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী।
সিলেট জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতা, রচনা এবং ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি সন্ধায় মঞ্চ আলোকিত করেন গ্রীন বাংলার পরিচালক, ‘ইত্যাদি’র নিয়মিত সদস্য ‘বেলাল আহমেদ মুরাদ’, ইসলামি সংগীত পরিবেশন করেন ‘আহমেদ আবদুল্লাহ’। টিম অনওয়ার্ডের সেক্রেটারি জেনারেল জিয়াদ উল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে  টিম অনওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।