ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের জেলা প্রশাসক বরাবরে দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

মশাল
মে ৭, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) এর ৭০৬তম পবিত্র ওরস মোবারক সুশৃংখলভাবে পালনের জন্য প্রশাসনের সহযোগিতার কামনা করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন হযরত শাহজালাল (রহঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (৭ মে) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি জুনেদ আহমদ শওকত, লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সহ সাধারণ সম্পাদক হেলাল মিয়া, অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা মো. আশরাফুল হক প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়- হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) প্রায় সাতশত বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য সিলেট আগমন করেন। তাঁর আগমনে সিলেটে ইসলাম ব্যাপকভাবে প্রসার লাভ করে। যুগশ্রেষ্ঠ এই মহান ওলি ৭০০ বছর পূর্বে জ্বিলকদ মাসের ২০ তারিখ ওফাত লাভ করেন। তাঁর ওফাত লাভের পর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে পবিত্র ওরস উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানগণরা ছুটে আসেন। তাদের আগমনে দরগা বাজারে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। যার ফলে এই এলাকার বাজারসহ সিলেটের ব্যবসায়ীগণ ব্যবসা-বাণিজ্য করে থাকেন। একইসাথে সিলেটের পর্যটন স্পটগুলো লোকে লোকারণ্য থাকে। এতে রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব জমা হয়। উক্ত ওরস শরীফে ভক্তবৃন্দ কোরআনখানী, মিলাদ, জিকির-আজগার, দোয়া-দুরুদ করে ওলির রুহানী ফয়েজ লাভ করেন। মহান এই ওলির ওরস মোবারক উপলক্ষ্যে দরগা শরীফের সীমানার ভিতরে কোন প্রকার অনৈসলামিক কর্মকান্ড হয় না এবং হচ্ছেও না। স্মারকলিপিতে হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) এর ওরস মোবারক দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দরা নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে হযরতের ওরস পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন সে বিষয়ে সিলেটের প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।