ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন

মশাল
মে ৮, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় রোগীদের উন্নত সেবা দেওয়ার জন্য ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং কোম্পানি হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর জেনারেল এন্ড টেকনিক্যাল পার্চেজ কমিটির আহবায়ক মোস্তাক আহমদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জি এম মনিরুল ইসলাম, উপ-পরিচালক ডা. তাফহীম আহমদ রিফাত, সহকারী পরিচালক মৃদুল গুপ্ত, অর্থোপ্রেডিক্স বিভাগের অধ্যাপক ডা. ফরিদ আহমদ, ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ডা. মো. আমিনুল ইসলাম, ডা. আবুল বাসার মো. মনিরুল ইসলাম, ডা. হোমায়রা আফসানা প্রমুখ।

ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে অত্যাধুনিক ডেন্টাল ইউনিট, আরভিজি এক্স-রে মেশিন, নিখুঁত রুট ক্যানেল চিকিৎসার জন্য এপেক্স লোকেটর, আল্ট্রাসনিক স্কেলার মেশিন, লাইট কিউর মেশিন ও জীবানুমুক্ত করণের অটোক্লেঢ মেশিন ও ইউভি স্টোরেজ এর মাধ্যমে রোগীদের উন্নত সেবা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।