ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমরা শান্তিপ্রিয় মানুষেরা একজোট হতে চাই

মশাল
মে ১০, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

কলামিস্ট, মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান :: সবার নিশ্চয় মনে আছে, গাজা আক্রমণের সূচনা এবং তা ধ্বংস করে দেওয়া কিভাবে শুরু হয়েছিলো। হামাস একটি আন্তজার্তিক ইভেন্ট থেকে বিভিন্ন দেশের ২৫১-জন মানুষকে কিডন্যাপ করে আর কিছুকে হত্যা করে। অনেকে মনে করেন, এটা ইসরায়েলের একটি ট্র্যাপ ছিলো যাতে তারা একটি যুদ্ধ শুরু করে চিরশত্রু হামাসকে চিরতরে নির্মূল করতে পারে। এখন অনেকটা তা-ই হয়েছে। গাজা ধ্বংস করে এখন পুরো ফিলিস্তিনকে গিলে খেতে যাচ্ছে ইসরায়েল।

সাম্প্রতিক, ভারতের কাশ্মীরের পেহেলগামে ২০ জনের অধিক ট্যুরিষ্টকে হত্যা করে এক জঙ্গী বাহিনী। অন্যদিকে, পাকিস্তানের বেলুচিস্তানেও কয়েক সপ্তাহ আগে ট্রেনে আক্রমণ করে আরোহীদের জিম্মি করা হয়েছিলো। পেহেলগাম আক্রমণের পরেও পাকিস্তানে বোমা হামলা হয়। এই হত্যাযজ্ঞের খবর অনেক আগে থেকেই ভারতীয় গোয়েন্দাবাহিনীর কাছে ছিলো। তারপরও, সেটা তারা জঙ্গি আক্রমণ ঠেকায়নি বা ঠেকাতে পারেনি। পাকিস্তানের ক্ষেত্রেও তা-ই! তারাও জঙ্গি আক্রমণ ঠেকাতে পারে নাই। এখানে ব্যর্থতা দুই দেশের গোয়েন্দা সংস্থার। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের ফাঁদে পা দিয়ে যারা নিরীহ মানুষ হত্যা করে পুরো একটি জাতিকে অস্তিত্বের হুমকির মাঝে ফেলে দিয়েছে, তাদেরই কোন গ্রুপ ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধ বাঁধায় দিলো না তো? যুদ্ধ বাঁধলে কাদের লাভ? আর, কাদের ক্ষতি?

ইতিমধ্যেই, ভারতের এয়ার রেইডে শিশু মারা যাওয়ার খবর এসেছে। একদম গাজার মতো! ভারতেও তা-ই ঘটবে তা হলফ করে বলা যায়। আর, ফ্রান্স আরো রাফায়েল পাঠাচ্ছে ভারতে, অন্যদিকে চীন জেএফ-১৭ ফাইটার দিচ্ছে পাকিস্তানকে। কেউ একজন বা একদল মানুষ রাশিয়া ইউক্রেন, ফিলিস্তিন, রাশিয়া, চেচনিয়া, আমেরিকা, এশিয়াতেও ছড়িয়ে দিতে চাচ্ছেন! ইসরায়েল, চীন জিনজিয়াং, আফগানিস্তান, সৌদি আরব ইয়েমেন যুদ্ধগুলোকে দক্ষিণ আমাদের তা হতে দেওয়া উচিৎ হবে না। এক্ষেত্রে, কি করতে পারি আমরা? একজন নীতিবান, যুদ্ধবিরোধী ও মানবতাবাদী মানুষ হিসেবে একক এবং সঙ্ঘবদ্ধ ভাবে আমরা অনেক কিছু করতে পারি।

চলুন নিচে দেখা যাক আমাদের কি করনীয়-

ক) সত্য প্রচার করে মিথ্যা প্রতিহত করতে হবেঃ এই খারাপ সময়ে গুজবে একদম কান দেওয়া চলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিগুলো সম্প্রসারিত করার আগে আমাদেরকে অবশ্যই তা যাচাই-বাছাই করে নিতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ সূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে অন্যায় যুদ্ধের বিপক্ষে জনসচেতনতা তৈরী করুন।

খ) শান্তির পক্ষে জনমত গড়ে তুলুনঃ ছাত্রশিক্ষক, পেশাজীবি এবং ধর্মীয় সংগঠনগুলোর মাধ্যমে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ ধাঁচের সচেতনামূলক প্রচারণা সালাতে হবে। সেই সাথে, স্যোশাল মিডিয়াতে হ্যাশট্যাগ মুভমেন্ট চালানো যেতে পারে। এক্ষেত্রে- #সেনোটাওয়ারসাউথএশিয়া, #পেইসনটপ্রভোকেশন, #মানবতারপক্ষে হ্যাশট্যাগগুলো যুক্তিযুক্ত হবে।
গ) শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করুনঃ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে “মিডিয়া লিটারেসি”, ফ্লাস ফ্লাগ অপারেশন”, “কনফ্লিক্ট রেজুলেশন” বিষয়গুলো নিয়ে কর্মশালা এবং সেমিনারের আয়োজন করুন। তরুণদের যুদ্ধ থেকে মন সরিয়ে রাখুন।
ঘ) মিডিয়া ও রাজনৈতিক নেতৃত্বকে চাপ দিনঃ পত্রিকাগুলোতে আপনার মতামত জানিয়ে কলাম লিখুন। টিভী টক শো-এর আয়োজন করুন। দেশের নীতি-নির্ধারকদের কাছে চিঠি পাঠিয়ে লিখুন ‘আমরা যুদ্ধ চাই না’। অতীতে দেখা গিয়েছে, এরকম চিঠি অনেক কাজে দেয়।
ঙ) আন্তঃধর্মীয় ও আন্তঃদেশীয় সংলাপ চালু করুনঃ আপনার নিশ্চয় অন্য ধর্মের সহপাঠী বা বন্ধু অথবা কলিগ আছেন। তাঁদের সাথে যুদ্ধ নিয়ে কথা বলুন। খুঁজলে আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ভারত বা পাকিস্তানের সমমনা বন্ধু পাবেন। তাঁদের সাথে যুদ্ধের বিরুদ্ধে জোটবদ্ধ হোন। জুম/ওয়েবিনার/মিট ব্যবহার করে যৌথ আলোচনা শুরু করা যেতে পারে। এখনই খোজা শুরু করে দিন।
চ) ভবিষ্যতের জন্যে শিশুদের সহনশীলতা শেখানঃ নিজেদের স্কুলের বা নিজেদের সন্তানের মধ্যে সহনশীলতা গড়তে সাহায্য করুন। মনে রাখবেন, আজকে শিশু, আগামী দিনের জাতির অগ্রনায়ক।
ছ) বিভিন্ন আন্তজার্তিক সংগঠনগুলোর সাথে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিনঃ এমন্যাসটি ইন্টারন্যাশনালের মতো অনেক সংগঠন আছে যাঁদের সাথে আপনি যুক্ত হতে পারেন। শান্তি আলোচনা শুরু করতে এই সংগঠনগুলোর সাহায্য নিন।
যারা যুদ্ধ চায়, মনে রাখবেন, তারা সব সময়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি ও আতংকের মাঝে রাখতে চায়। চায় সাধারণ মানুষ যেন প্রতিশোধপরায়ণ হয়ে উঠে। আপনার মতো মানুষদের কাজ হলো-মানুষকে আবার মনে করিয়ে দেওয়া ‘আমরা মানুষ এবং আমরা শান্তি চাই’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।