ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর নাগরিক পরিষদের জরুরি মাসিক সভা অনুষ্ঠিত

মশাল
মে ১২, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

তাহিরপুর নাগরিক পরিষদের জরুরি মাসিক সভা শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।

তাহিরপুর নাগরিক পরিষদের সভাপতি মো. এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাহিরপুর নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার ও বাবলু চৌধুরী, সহ সভাপতি মো. আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আলীমান আখন্দ, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাহার, সদস্য সিরাজুল ইসলাম, তুষার আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. এনামুল হক এনাম বলেন, মানুষ সামাজিক জীব। তাই মানুষকে সমাজবদ্ধ হয়ে থাকতে হবে। শুধু নিজে ভালো থাকাটাই মানুষের প্রধান লক্ষ্য নয়, সমাজের মানুষের উন্নয়নে কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, তাহিরপুর নাগরিক পরিষদ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণ, সমাজবিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখা, সামাজিক শিক্ষা, অসহায় ও দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের কল্যাণ ও পুনর্বাসন, বৃদ্ধ ও দৈহিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি দেশে ও সমাজের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে তাহিরপুর নাগরিক পরিষদের সকল নেতৃবৃন্দকে নিরলসভাবে কাজ করার আহবান জানান এবং দেশ ও সমাজের যেকোন দূর্যোগময় সময়ে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জনান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।