ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

মশাল
মে ১৯, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির দ্বি বার্ষিক ২০২৩-২০২৫ সনের সাধারণ সভা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে সর্ব প্রথম ব্যালটের মাধ্যমে (২০২৫- ২০২৭) দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন জাবেদ আহমদ ।

গতকাল শনিবার নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিজেপিএ’র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটাররা শতভাগ ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে নাজমুল কবির পাবেল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দুলাল হোসেন। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. নুরুল ইসলাম।

এদিকে, সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ নির্বাচিত হন। তাদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন মো. নুরুল ইসলাম ও শাহ মো. কয়েস আহমদ।

কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. শাহীন আহমদ। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন।

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, আফতাব উদ্দিন, কামাল উদ্দিন আহমদ, ফয়সল আহমদ বাবলু ও ছাত্র-জনতার আন্দোলনে আহত আব্দুস সালাম টিপু। নির্বাচনের পূর্বে সাধারণ সভায় কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য মামুন হাসান, শেখ আশরাফুল আলম নাসির, ইকবাল মুন্সি, আনিস মাহমুদ, পল্লব ভট্টাচার্য্যা, সুব্রত দাস, আব্দুল খালিক, এইচ এম শহীদুল ইসলাম, একরাম হোসেন, মামুন হোসেন, সহযোগি সদস্য আনিস রহমান, বেলায়েত হোসেন, বিলকিছ আক্তার সুমি, রত্না আহমদ তামান্না, শিপন আহমদ প্রমুখ।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর অভিনন্দন: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি অভিনন্দন বার্তার বলেন, নির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বীর নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ ফটো সাংবাদিকদের মানোন্নয়নে এগিয়ে যাবে। তিনি নব-নির্বাচিত সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন খন্দকার মুক্তাদির: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি তার অভিনন্দন বার্তায় বলেন, একটি সংবাদের পিছনে ফটো জার্নালিস্টের অবদান অপরিসীম। ফটো জার্নালিস্ট একটি চ্যালেঞ্জিং বিষয়। ছবি-ভিডিও ছাড়া একটি সংবাদ কখনো পরিপূর্ণ হয় না। নব নির্বাচিত সভাপতি পদে নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার আমিন রাব্বীর নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে ফটো সাংবাদিকদের মানোন্নয়নে এই কমিটি কাজ করবে। ফ্যাসিস্টমুক্ত সাংবাদিক গড়া আমাদের অঙ্গীকার। তিনি নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, শনিবার (১৭ মে) নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।

মহানগর বিএনপির অভিনন্দন: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার আমিন রাব্বী নির্বাচিত হওয়ায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রেস মিডিয়ায় পাঠানো যৌথ অভিনন্দন বার্তায় রেজাউল হাসান কয়েছ লোদী ও মো: ইমদাদ হোসেন চৌধুরী নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির তরুণ ও এনার্জেটিক নেতৃত্ব সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। সেই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারে পূর্বের ন্যায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

বিপিজেএ সিলেটের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর জামায়াতের অভিনন্দন : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বীসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটের ফটো সাংবাদিকদের ঐক্য সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

গত রোববার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন বলেন, বিপিজেএ সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটে ফটো সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও বস্তুনিষ্ট সাংবাদিকতা বিকশিত হবে বলে আমরা মনে করি। তাদের অভিজ্ঞতা ও কর্ম দক্ষতার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনা ক্যামেরাবন্দী করে জাতির সামনে তুলে ধরবেন। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে। প্রসঙ্গত, গত শনিবার দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ছাড়াও অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন ও সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ। এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার জন হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল ও নির্বাহী সদস্য আজমল আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।