ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত-এনসিপির নেতৃবৃন্দের সাথে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীদের মতবিনিময়

মশাল
মে ২১, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে চেম্বারকে কার্যকর রাখা ও নির্বাচন আয়োজনের দাবিতে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীদের উদ্যোগে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ মে) বিকেলে নগরীর জিন্দাবাজার বারুতখানাস্থা ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান চৌধুরী দুলু।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইসতিয়াক সিদ্দিকি, সহ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট চেম্বারের সাবেক সভাপতি সিপার আহমদ, সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক আলিমুল এহসান চৌধুরী, এনামুল কুদ্দুস।

এদিকে রাতে সর্বস্থরের ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, নায়বে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মো. শাহজাহান আলী, সহ সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, ১ম যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাবেল, যুগ্ম মহাসচিব মো. মারুফ আহমদ, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, ব্যবসায়ী এতহেশামুল হক চৌধুরী, কে এইচ ইশরার আহমদ রকি, মো. গোলাম কিবরিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আলী আকিক, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ফারুক আহমদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, জে কে গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াদুদ আল মামুন, ব্যবসায়ী মো. আব্দুর রহমান দুদু, মো. আবুল কালাম, হুমায়ুন কবির লিটন, রাসেল আলী, মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।

পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন শাহান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা সংগঠক নুরুল হক, নাদির আহমদ, আরিফ আহমদ, শিব্বির আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক সালমান খুরশেদ, সদস্য সচিব নুরুল হুদা, সমন্ধয়ক আবু সাঈদ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র তৎকালিন পরিচালনা পরিষদ ভেঙ্গে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে সিলেট চেম্বারে আওয়ামী লীগের দোসরদের যুক্ত করে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এতে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীরা মধ্যে ক্ষুভ ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। অনতিবিলম্বে সিলেট চেম্বারের প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে চেম্বারকে কার্যকর রাখা ও নির্বাচন আয়োজন করার জোর দাবি জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।