সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ফ্রিদা ফ্যামিলিয়া শো-রুমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠিকভাবে ফ্রিদা ফ্যামিলিয়ার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট স্ট্রাইকার্স এর হেড কোচ এ কে এম মাহমুদ ইমন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাসুম আহমেদ, বাংলাদেশ হাই পার্ফরম্যান্স টিমের ক্রিকেটার তোফায়েল আহমেদ, ক্রিকেটার মিজানুর রহমান সায়েম, অর্ক, ফেরদৌস চৌধুরী, ব্যবসায়ী ইমতিয়াজুর রহমান নয়ন, ব্যবসায়ী ও ক্রিকেটার ফাহাদ আহমেদ, ব্যবসায়ী মো. আতিকুর রহমান চৌধুরী, সুফিয়ান হোসাইন, মাওলাউজ্জামান হাদী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসার কোন বিকল্প নেই। দেশের অর্তনীতির মূল চালিকা শক্তিই হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়নে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
বক্তারা আরও বলেন, নতুন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নিজে যেমন স্বাবলম্বী হতে পারে, তেমনি অন্যদেরকেও চাকুরীর সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকেও স্বাবলম্বী করা যায়। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি করা সম্ভব।