ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের কোর্স সমাপনী অনুষ্ঠান

মশাল
মে ২৭, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের ব্যবস্থাপনা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের কোর্স সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে আয়োজিত কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান বলেন, সভ্যতার প্রধান উপাদান হলো শিক্ষা। শিক্ষার আলোয় মানুষ অন্ধকারকে জয় করে। মানুষকে মানবিক ও নৈতিক মূল্যবোধের অধিকারী করে গড়ে তোলে। তিনি বলেন, মানবিক মূল্যবোধ, নীতি আদর্শ, সততা, কর্তব্য নিষ্ঠা ও নৈতিকতা সম্পন্ন মানুষই প্রকৃত মানুষ। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে টিকিয়ে রাখার জন্য তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদেরকে দক্ষতা অর্জন করতে হবে।

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথি নাগ, দর্শন বিভাগের প্রধান জাকিয়া খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রধান শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মদ শাহানা বেগম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, প্রভাষক মইনুর রহমান, প্রভাষক লিটন মনি দেব, প্রভাষক রিপন মিয়া, প্রভাষক ফয়েজ আহমেদ, প্রভাষক আব্দুস সামাদ চৌধুরী, প্রভাষক জামিনুর ইসলাম, প্রভাষক দৃষ্টি চক্রবর্তী, প্রভাষক পপি চন্দ, প্রভাষক উপমা রুবায়েত প্রমুখ।

শিক্ষার্থী মাহিমা মনোয়ার ও শতাব্দী দাশের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।