অনলাইন সংবাদপত্র " মশাল.অনলাইন " পত্রিকায় বাংলাদেশের সকল জেলা ও উপজেলার কাজ করার জন্য একঝাঁক তরুণ-তরূণী প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। আগ্রহীদের পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সহ আবেদনপত্র নিম্নলিখিত মেইলে প্রেরণ করতে হবে।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি / সমমমান /স্নাতক পাস।
সংবাদ সংগ্রহে আগ্রহী ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার নিজ এলাকায় কাজ করার সক্ষমতা ও আগ্রহ ,মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী / মাল্টিমিডিয়া নিউজ তৈরিতে পারদর্শী।
কাজের ধরন: নিজ এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও পাঠানো। সামাজিক ও মানবিক বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করা। সপ্তাহে নির্ধারিত সংখ্যক প্রতিবেদন জমা দেওয়া / ভিডিও সংগ্রহ করে নিউজ পাঠানো ইত্যাদি।
www.moshal.online