বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে (অনূর্ধ্ব-১৪) বালক-বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৫' এর সমাপনী ও সনদপত্র বিতরণ শনিবার (৩১ মে) আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট ভ্যেনুতে অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার ও ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, অ্যাথলেটিক্স প্রশিক্ষক আনোয়ার হোসেন সাজু প্রমুখ।
সাফল্যজনকভাবে উক্ত বালক-বালিকাদের 'মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ (অনূর্ধ্ব -১৪) ২০২৫' অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।