ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আবারো জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলা? টুরিস্ট পুলিশ শুখো নিদ্রায়!

মশাল
জুন ১১, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসায়ীকে শনাক্ত  করে দেওয়া-কে কেন্দ্র  হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

গতকাল সোমবার (৯  জুন) ঈুদুল আজহার তৃতীয় দিনে বিকাল সাড়ে ৪ টার দিকে  জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন  গাড়ি পার্কিং  এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধারন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়,পর্যটকের উপর এলোপাতাড়ি মারধর করেছেন কয়েকজন যুবক ।একজন  যুবক উচ্চস্বরে গালিগালাজ করছেন এবং লাঠি দিয়ে দুই তিনজনকে বেধরক পেটাচ্ছেন।সময় একজন নারীর  চিৎকার শোনাও  যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক  মাদক নিয়ে যাচ্ছেন। বিজিবি তাদেরকে দেখতে পেয়ে  ধাওয়া করেন। এসময় বেড়াতে আসা কয়েকজন পর্যটক বিজিবি কে তথ্য দেয়। বিজিবি মাদক ব্যবসায়ীদের না পেয়ে চলে যান।পরে বিজিবি কে তথ্য দেওয়া কে কেন্দ্র করে ওই পর্যটকদের হামলা চালায়।ঘটনাটি দামাচাপা দিতে  স্থানীয় কয়েকজন মিলে  বিষয়টি দ্রুত মিমাংসা করে দিয়েছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত)  মোঃ কবির হোসেন বলেন,বিষয়টি অবগত হয়েছি। স্থানীয়  বখাটেরা  পর্যটকের ওপর হামলা করেতেই  সাথে সাথেই স্থানীয়রা  বিষয়টি প্রতিহত করে।পরে সাংবাদিক ও ইউপি সদস্য মিলে ঘটনাস্থলেই  বিষয়টি মিমাংসা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,বিষয়টি আমি শুনেছি, পর্যটক ও স্হানীয়দের মধ্যে ঝামেলা হয়েছে। তবে কি নিয়ে ঝামেলা হয়েছে তা জানিনা। বিষয়টি বড় কিছু না হওয়ায় স্হানীয়রা মিলে আবার বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।তবে এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।