ডেস্ক :: হার্ড লাইনে বিএনপি, অপরাধ করলেই মিলছে শাস্তি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা কুহিনূর বহিষ্কার। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ-কে সাধারণ সদস্যপদ সহ সকল পদপদবী থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোহিনুর আহমেদকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ দলের নীতিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।