ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২ দিন ধরে বন্ধ রয়েছে সিলেট টু মৌলভীবাজার- হবিগঞ্জ 

মশাল
জুন ১৩, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ–মৌলভীবাজার–সিলেট সড়কে

২ দিন ধরে বাস চলাচল বন্ধ

ডেস্ক :: ঢাকা-সিলেট মহাসড়কে নতুন মিনিবাস সার্ভিস চালু নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা সম্প্রতি শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন যাত্রীবাহী মিনিবাস চালু করেন। গত সোমবার মিনিবাসটি শায়েস্তাগঞ্জে পৌঁছালে হবিগঞ্জের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা এতে বাধা দেন। তাঁদের অভিযোগ, রুটটির জন্য কোনো সরকারি অনুমোদন ছাড়াই নতুন সার্ভিস চালু করা হয়েছে, যা নিয়মবহির্ভূত। তাছাড়া ওই রুটে ইতিমধ্যে পর্যাপ্ত বাস চলাচল করছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের শ্রমিকরা হবিগঞ্জের বাসগুলোকে তাঁদের জেলার ভেতর দিয়ে চলাচল করতে দিচ্ছেন না। বাস ভাঙচুরের আশঙ্কায় গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এই রুটে কোনো বাস চলেনি।

হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, ‘নিয়ম না মেনে চালু করা মিনিবাসের প্রতিবাদেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মৌলভীবাজারের শ্রমিকরা পাল্টা বাধা সৃষ্টি করছেন।’

অন্যদিকে, মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের বাস লাইন সভাপতি কুতুব মিয়া দাবি করেন, ‘আমরা যাত্রীসেবা বাড়াতে নতুন মিনিবাস চালু করেছি। তবে হবিগঞ্জের নেতারা সেটি চালাতে দিচ্ছেন না। আমরা তাদের বাস আটকে দিইনি, তারাই নিজেরা চলাচল বন্ধ রেখেছেন।’

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়ছেন। অনেকেই বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে না পেরে ফিরে যাচ্ছেন। সংশ্লিষ্টদের দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।