বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির'র সাথে সৌজন্য সাক্ষাত করছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার সন্ধ্যার পর কাজিরবাজারস্থ বাসভবনে সাক্ষাতকালে খন্দকার মুক্তাদির বলেন, পেশাজীবী সংগঠনগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। বিগত পেশাজীবী সংগঠনগুলোকে দ্বিধা-বিভক্ত করা হয়েছে।
সাংবাদিকরা দেশ ও সমাজের দর্পন। সাংবাদিকদের সহযোগিতায় রাজনীতিবীদের ও সরকারের এগিয়ে আসা উচিত। সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলো শক্তিশালী হলে দেশ ও সমাজের উন্নয়নে অগ্রনি ভূমিকা পালন করতে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়শনের সভাপতি নাজমুল কবীর পাভেল, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য আজমল আলী প্রমূখ।