ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রফেসর ডা.আজিজুর রহমান ও ডা. নিজাম জাহিদের স্মরণ সভা

মশাল
জুন ২১, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার সমিতি সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সিলেটের বিভিন্ন দাতব্য ও সামাজিক সংগঠনের অন্যতম উদ্যোক্তা প্রফেসর ডা. আজিজুর রহমান ও সমিতির সাবেক উপদেষ্টা ডা. এস কে এম নিজাম জাহিদ হোসেন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স রুমে মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির জীবন সদস্য মাওলানা ফিরোজ উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি জামিল আহমদ চৌধুরী, এম এ গণি ও প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান।

সভায় ডা. আজিজুর রহমান ও ডা. নিজাম জাহিদের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, মো. রুস্তম খান, সমিতির সহ সভাপতি ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, স্বাস্থ্য সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আজিজ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট, সমাজকল্যাণ সম্পাদক দুরূদ মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মো. রইছ উদ্দিন, আব্দুল ওয়াহিদ, জীবন সদস্য ডা. মখলিছুর রহমান, ইব্রাহিম আলী, আব্দুর রহমান খান, মতিলাল সরকার প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী বলেন, জীবনটাই মৃত্যুর প্রস্তুতি। আমাদেরকে সবসময়ই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে কিছু কিছু মৃত্যু আমাদেরকে অসহায় করে দিয়ে যায়। তেমনি মানবসেবায় নিয়োজিত সমিতির দুজন কান্ডারি প্রফেসর ডা. আজিজুর রহমান ও ডা. এস কে এম নিজাম জাহিদ হোসেন এর মৃত্যু আমাদের হৃদয়ে দাগ কেটেছে। আমাদের কামনা তারা যেন পরকালে শান্তিতে থাকেন। সভায় বক্তারা শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।