ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা

মশাল
জুন ২১, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি মদন মোহন কলেজ সিলেটের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষকরা জ্ঞানের ভান্ডার ও আলোর মশাল। তারা কর্মযজ্ঞের মাধ্যমে হাজরো হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। শিক্ষকরা দক্ষতার সাথে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেন।

তিনি বলেন, মদন মোহন কলেজের শিক্ষার্থীরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে কলেজ ও সিলেটের সুনাম বহিঃবিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। তিনি কলেজের শিক্ষার মান আরো উন্নত করতে সকল শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

শনিবার (২১ জুন) সকালে সরকারি মদন মোহন কলেজের সাইফুর রহমান ভবনের হলরুমে সরকারি মদন মোহন কলেজ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, কলেজ থেকে অবসরজনিত কারণে বিদায় নিচ্ছি সত্য। তবে কলেজের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সিলেট সরকারি মদন মোহন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন এর সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক লে. মো. মনিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ভূবঞ্জয় আচার্য্য।

মদন মোহন কলেজের প্রজ্ঞাদীপ অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান এর অবসরজনিত বিদায় উপলক্ষে স্মৃতির অর্ঘথালা ও অন্তরঙ্গ আলাপচারিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের রসায়ন বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ, অর্থনীতি বিভাগের প্রধান আদিবা খানম, বাংলা বিভাগের প্রধান হোসনে আরা কামালী, গণিত বিভাগের প্রধান বিপ্রেশ রঞ্জন রায়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রজত কান্তি ভট্টাচার্য্য, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অমিতা রানী ভদ্র, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. মঞ্জুর হোসেন, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক জয়দীপ দাস, প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক বিপ্লব চন্দ্র রায়, প্রভাষক মো. তাহের আলী পীর, প্রভাষক মোহাম্মদ যুননূরাইন, প্রভাষক শাহনাজ মার্জিনা, প্রভাষক উজ্জ্বল দাস, শরীরচর্চা শিক্ষক যীশুতোষ দাস, খন্ডকালীন শিক্ষক আব্দুল জলিল সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন,কলেজ ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমান, অফিস কর্মকর্তা আব্দুল মালেক, সহায়ক কর্মকর্তা হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মোহাম্মদ যুননূরাইন ও গীতা পাঠ করেন ধ্রুব রাজ চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমানকে কলেজের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমানকে বি এন সি এর পক্ষ থেকে কুচকাওয়াজ, সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় কলেজের ক্যাডেটবৃন্দ গার্ড অব অর্নারের মাধ্যমে অধ্যক্ষকে সম্মান পদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জুন ও শিক্ষক পরিষদ সম্পাদক লে. মো. মনিরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।