ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন

মশাল
জুন ২৩, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন উপলক্ষে আদর্শ সমাজ বিনির্মাণে ধর্মীয় নেতা ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১০টায় দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদে দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন

দক্ষিণ সুরমা উপজেলা কমিটির আয়বায়ক মাওলানা আলী আকবর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা শরিফ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা ইব্রাহীম আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা সাইদুল ইসলাম, হাফিজ নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা আলী আকবর-কে সভাপতি, মাওলানা শরিফ উদ্দিন-কে সাধারণ সম্পাদক এবং মুফতি আব্দুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।