কুলাউড়ার সীমান্তবর্তী শরিফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।। হারুন সভাপতি, জামাল উদ্দিন সম্পাদক,ইব্রাহিম আলী সাংগঠনিক নির্বাচিত।।
শরিফপুর সীমান্তে ভারত আর হত্যাকান্ড চালালে শরিফপুর স্হল বন্দর বন্ধ করে দেবেন
-------------------- এড আবেদ রাজা
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা উপরোক্ত কথা বলেন।
প্রবীণ নেতা মহিউদ্দিন মুটুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শওকতুল ইসলাম শকু, মোঃ রেদোয়ান খান, বদরুল হোসেন খান, জলিল জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে উপরোক্ত নেতৃত্ব নির্বাচন করা হয়।