ডেক্স :: কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের ৬নং ওযার্ড কাউন্সিল হঠাৎ পরিদর্শনে এলেন এড আবেদ রাজা।।নেতা-কর্মীরা আবেগ আপ্লুত হয়ে গেলেন।।কাউন্সিলে আনসার আলী সভাপতি, আকবর সম্পাদক, রকিব সাংগঠনিক নির্বাচিত।।
২৮ জুন,শনিবার পড়ন্ত বিকেল।পৃথিমপাশা ইউনিয়নের ৬নং ওযার্ডে বিএনপির কাউন্সিলের ভোট গণনা স্হানীয় কানাইটিকর প্রাইমারী স্কুলে চলছে।
স্কুলের সন্মুখে সহস্রাধিক বিএনপির নেতা-কর্মী। হঠাৎ একটি গাড়ী এসে থামলো স্কুলের গেইটে। গাড়ী থেকে নামলেন বিএনপি ও কুলাউড়ার গণমানুষের জনপ্রিয় নেতা এড আবেদ রাজা। সকলে হতবাক।নেতাকে বরণ করলেন আনন্দের সাথে।
গোটা ভোট গণনা প্রক্রিয়া তিনি দেখে অভিভূত হলেন। তাৎক্ষণিক একটি সংক্ষিপ্ত বক্তব্য দিরেন।
তারপর ভোটের ফলাফলের ভিত্তিতে উপরোক্তদের নির্বাচিত বলে ঘোষণা দেয়া হল।