দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি এর সদস্য অন্তর্ভুক্তি ফি ও বাৎসরিক নবায়ন ফি কমানোর দাবিতে মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে চেম্বার কার্যালয়ে প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান করেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সভাপতি চন্দন সাহা, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মঈন উদ্দিন, সহ সভাপতি মো. সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. সুহেল আহমদ, অর্থ সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, আন্তর্জাতিক সম্পাদক মো. আরিফ হোসেন, প্রচার সম্পাদক মো. মনিরুল হক, কার্যকরি সদস্য মো. নিয়াজ উদ্দিন, মো. জুয়েল আহমদ, মো. রুবেল মিয়া, ছালিম উদ্দিন পারভেজ, মো. নাসির উদ্দিন, মো. শামীম আহমদ, শাহাজ উদ্দিন আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়- গত বছর দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নতুন সদস্য ভর্তি ফি অর্ডিনারী ৩ হাজার টাকা, নবায় ফি ২ হাজার টাকা, এসোসিয়েট নতুন ভর্তি ফি ২ হাজার ৫ শত টাকা, এবং নবায়ন ফি ছিল ১ হাজার ৫ শত টাকা। বর্তমানে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অর্ডিনারী ও এসোসিয়েট সদস্য নতুন ভর্তি ফি ২০ হাজার টাকা ও নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে ফি কয়েকগুন বৃদ্ধি পাওয়ায় আমরা অত্যন্ত হতবাক। বিগত বছর করোনা প্রদুর্ভাবের কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত ফি বর্ধিত করায় আমাদের অস্তিত্ব হুমকীর মুখে।
স্মারকলিপিতে ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নতুন বর্ধিত ভর্তি ও নবায়ন ফি সহনীয় পর্যায়ে কমিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানান।