দি সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সহ বাংলাদেশের সকল চেম্বারের বর্ধিত সদস্য ফি প্রত্যাহারের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১লা জুলাই) দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, ব্যবসায়ী আবুল কালাম, মো. মনিরুল ইসলাম, নুরুল ইসলাম সুমন, মো. রোকন সরকার, মো. শাহজাহান আহমদ, মো. শাহেদ আহমদ, আহমদ ফোয়াদ বিন রশীদ, মীর মো. জাকারিয়া, আব্দুস ছোবহান, তাহমিদুল হাসান জাবেদ, আতাউর রহমান রজব, মো. রুমেল আহমদ, ফরহাদ আহমদ চৌধুরী প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়- বানিজ্য মন্ত্রণালয় কর্তৃক সরকারি নতুন বিধিমালার আলোকে সিলেট চেম্বার সহ বাংলাদেশের সকল চেম্বার ও এসোসিয়েশনের সদস্য ফি কোন বিভাগীয় চেম্বার, জেলা চেম্বার, এসোসিয়েশন কারো সাথে আলাপ আলোচনা না করে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। যার ফলে ব্যবসায়ী মহলে অত্যন্ত বিরোপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। বিগত সেশনে অর্ডিনারী নতুন সদস্য ফি ছিলো ৩ হাজার টাকা, বর্তমানে তা বর্ধিত করা হয়েছে ২০ হাজার টাকা, অর্ডিনারী নবায়ন সদস্য ফি ছিলো ২ হাজার টাকা, বর্তমানে তা বর্ধিত করা হয়েছে ৫ হাজার টাকা, এসোসিয়েট নতুন সদস্য ফি ছিলো ২ হাজার ৫ শত টাকা, বর্তমানে তা বর্ধিত করা হয়েছে ২০ হাজার টাকা। এসোসিয়েট নবায়ন সদস্য ফি ছিলো ১ হাজার ৫শত টাকা, বর্তমানে তা বর্ধিত করা হয়েছে ৫ হাজার টাকা।
স্মারকলিপিতে আরো বলা হয়- বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর উপধারা ১৪ (৩) এবং চেম্বারের প্রচলিত নিয়ম অনুযায়ী নতুন সদস্যপদের ক্ষেত্রে ভর্তি ফি ও বার্ষিক চাঁদা একত্রে প্রদান করার আদেশ দেওয়া হয়। সদস্য ফি বাবদ এতো টাকা দেওয়া সাধারণ ব্যবসায়ীদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সহ বাংলাদেশের সকল চেম্বারের নতুন বর্ধিত সদস্য ফি প্রত্যাহার করে ব্যবসায়ীবান্ধব চেম্বার গঠনের লক্ষে পূর্বের হারে সদস্য ফি নির্ধারণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ জানান।