ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স শেষে কোচের সনদপত্র অর্জন করলেন মো. আরিফ উদ্দিন ওলি

মশাল
জুলাই ৫, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ লেবেল-০১ সফলভাবে সম্পন্ন করেছেন মার্শালটের বিভিন্ন ইভেন্টের জাতীয় ও আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. আরিফ উদ্দিন ওলি।

কোর্স শেষে সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় কোচ আইডি কার্ড এবং বাংলাদেশ উশু ফেডারেশনের স্বীকৃত প্রশিক্ষণ কোচের সনদপত্র অর্জন করেন তিনি।

তিন দিনব্যাপী আধুনিক কোচিং প্রশিক্ষণ ১ থেকে ৩ জুলাই জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম, পল্টন, ঢাকা, দেশের অভিজ্ঞ কোচ, প্রশিক্ষক ও সংগঠকদের আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় প্রযুক্তি, টেকনিক্যাল কৌশল ও ভবিষ্যৎ ক্রীড়ানীতির নানা দিক নিয়ে গভীর আলোচনা করা হয়।

সনদপত্র হাতে পেয়ে সম্মাননার জবাবে মো. আরিফ উদ্দিন ওলি বলেন, “প্রতিটি খেলোয়াড় এক একটি স্বপ্ন, আর একজন কোচ সেই স্বপ্নের দিশারী।” এই মন্ত্রে বিশ্বাসী হয়ে নতুন পরিচয়ে, নতুন এক দায়িত্বে আমি আত্মপ্রকাশ করেছি। আজকের এই সার্টিফিকেট ও আইডি কার্ড শুধু কাগজ নয়-এটি আমার ভবিষ্যতের দায়িত্ব ও কর্তব্যের প্রতীক। একজন কোচ শুধু খেলোয়াড়কে শেখায় না- সে একজন স্বপ্নদ্রষ্টা একজন একজন নির্মাতা। এই সার্টিফিকেট শুধু সাফল্যের প্রতীক নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার অঙ্গীকার।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য শুধু জাতীয় পর্যায় নয়- সাফল্যের মাধ্যমে বিশে^র মঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করা। প্রযুক্তি, মনস্তত্ত্ব ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতিকে কাজে লাগিয়ে কোচদের দিকনির্দেশনার মাধ্যমে এক একটি চ্যাম্পিয়ন খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। আর এখন থেকে আমার সেই যাত্রা শুরু হলো। এই অর্জন শুধুই কাগজের নয়- এটি একটি প্রতিজ্ঞা এবং একটি স্বপ্নের বীজ রোপন।

এসময় বক্তারা বলেন, মো. আরিফ উদ্দিন ওলি এখন আর শুধুমাত্র একজন প্রতিযোগী নন- তিনি একজন কোচ এবং একজন স্বপ্ন নির্মাতা। এই সাফল্য যেন দেশপ্রেম, দায়িত্ব এবং নেতৃত্বের এক পরিপূর্ণ গল্প, যেখান থেকে শুরু হতে পারে শত শত নতুন চ্যাম্পিয়নের পথচলা। “বর্তমান যুগের প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের কোচদের সচেতন হতে হবে, যাতে আমরা আন্তর্জাতিক পর্যায়ের ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় তৈরি করতে পারি। আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।