মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিল্পী সানিয়া চৌধুরী জয়ী এবার এস.এস.সি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করে জিপিএ-৫ গোল্ডেন এ প্লাস পেয়েছে।
দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক / শিক্ষিকা বৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দ যারা অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন এসএসসিতে কৃতকার্য সানিয়ার চৌধুরীর পিতা রাস বিহারী চৌধুরী (রাসু) ও তার মা শিংকু রানী পুরকায়স্থ।
তারা একই সাথে তাদের আদরের সন্তানের জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন। শিক্ষার্থী সানিয়া চৌধুরী বিগত দিনে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে বেশকিছু সম্মাননাও পেয়েছেন।
সানিয়া চৌধুরী সকলের আশীর্বাদে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে দেশবাসীর সেবা করার সংকল্প করেন। ছবি বাবা রাস বিহারী চৌধুরীকে নিয়ে কৃতকার্য সানিয়া।