বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের নামে 'শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড' এর জন্য দরখাস্ত আহবান করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে আগ্রহী সাংবাদিকরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর নিকট আবেদন করতে পারবেন।
আবেদনের সাথে চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানকালীন অথবা এর পরবর্তীতে প্রকাশিত প্রতিবেদনের কপি জমা দিতে হবে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শহীদ তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। স্বাধীনতার ৫৪ বছরে এটিই প্রথম ও বিরল এক ট্রাজেডি। শহীদ তুরাব নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস।
এছাড়াও চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিকে সামনে রেখে সিলেট অনলাইন প্রেসক্লাবের অন্যান্য কর্মসূচীর মধ্যে শহীদ স্মরণে দোয়া মাহফিল, গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা, জুলাই অভ্যুত্থানকালে আহত সা়ংবাদিকদের সম্মাননা ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা প্রদান উল্লেখযোগ্য।