সিলেট নগরীতে অত্যাধুনিক প্রযুক্তি ও সর্বাধুনিক সুবিধাসম্পন্ন বৃহৎ প্রিন্টিং ও প্যাকেজিং প্রতিষ্ঠান হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আসর সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘী নতুন মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটির হেড অফিসে দোয়া, ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং-এর চেয়ারম্যান আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিল্কো হোমস-এর ম্যানেজিং ডিরেক্টর ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক আহমদ মাহবুব ফেরদাউস, হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি ও খেলাফত মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, ওরওয়া অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাইফুর রহমান, সিলেট মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া আল হাসান, সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপ-এর চেয়ারম্যান বদরুল আলম মজনু, সিলেট মহানগর যুব জমিয়তের নেতা এম. বেলাল আহমদ চৌধুরী এল.এল.বি, বিএনপি নেতা সাব্বির আহমদ এবং যুবদল নেতা উসমান গণি, ল্যাপটপ ওয়ার্ল্ড সিলেটের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসাইন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “সিলেটে এ ধরনের আধুনিক ও পূর্ণাঙ্গ প্রিন্টিং ও প্যাকেজিং সেন্টার সময়ের দাবি ছিল। হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সেটি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তারা আরও বলেন, “প্রিন্ট মিডিয়া ও প্রকাশনার জগতে পেশাদার সেবা ও নৈতিক ব্যবসার দৃষ্টান্ত গড়বে হারামাইন। এটি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং সৎ ও পরিশ্রমী উদ্যোগের সফল বাস্তবায়ন।”
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা তাজুল ইসলাম হাসান।
হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং-এ রয়েছে উন্নতমানের ডাবল ডিমাই প্রেস মেশিন, বাই-কালার মেশিনসহ আধুনিক সকল সরঞ্জাম। বই, খাতা, পোস্টার, ব্যানার, প্যাকেট, কার্টন, লেবেল প্রভৃতি প্রিন্ট ও প্যাকেজিংয়ে এটি নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে।