সোহাগরা আর কতো খু*ন হলে সুশীল-কুশীল- রাজনীতিবিদদের বোধোদয় হবে?
বড় জানতে ইচ্ছে করে!
#সুনির্মলসেন
মানুষটা কারো ছেলে, কারো ভাই, কারো স্বামী, কারো বাবা, কারো বন্ধু ছিলো!
মানুষটা একজন মায়ের সন্তান ছিলো, মানুষটা বাবা-মায়ের আদরের ধন ছিলো!
মানুষটার পিতা মাতার রাখা নাম ছিলো লাল চাঁদ সোহাগ। এতো সুন্দর নাম সোহাগ।
নিয়তির এমন নির্মম পরিহাস! রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পাশে বাংলাদেশের
সোহাগকে নৃশংসভাবে খুন করলো কতগুলো মানুষ নামের পশু, মানুষরূপি জানোয়ার!
সোহাগের দুই সন্তান আজ বাবাকে খুজে, বাবা ডাক আজ চীরদিনের মতো বন্ধ হয়ে গেলো
এই অবুঝ সন্তানদের মুখে!
হায় আমাদের প্রিয় স্বদেশ! হায়
আমাদের প্রিয় বাংলাদেশ!! আর কতো প্রাণ এমনি ভাবে খুন হলে কিংবা ঝড়ে গেলে সুশীল -কুশীল- রাজনীতিবিদদের বুধোদয় হবে বড় জানতে ইচ্ছে করে।