প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকে এর উদ্যোগে ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারের হলরুমে সোমবার (১৪ জুলাই) এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকে আহবায়ক সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সলিসিটর এম ইয়াওর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোটাধিকার আন্দোলনের নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য মোকাব্বির খান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ রহমত আলী, টিভি ব্যক্তিত্ব মুফতি সালেহ আহমদ, ওসমানী বিমান বন্দর ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এম এ রব, সাবেক কাউন্সিলার শাহ আলম, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, মোহাম্মদ আফসর মিয়া ছুটু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, শিক্ষক নেতা মিসবাহ কামাল, সাংবাদিক রেজাউল করিম মৃধা, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমেদ সাদিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল বাশার, মমিনুল ইসলাম, আব্দুল আউয়াল, মোহাম্মদ নুর বক্স, হাজী ফারুক মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৩০ বছর ধরে চলমান ভোটাধিকার আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। বর্তমান নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হয়।
বক্তারা আরোও বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে প্রমাণ হয়েছে যে, সরকারের সদিচ্ছা থাকলে প্রবাসীদের যেকোন দাবী আদায় সম্ভব। বক্তারা বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী অনতিবিলম্বে অনলাইনে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশন শুরু করার আহ্বান জানান।