সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সার্জন টিভির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং গুণীজন ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ জুলাই নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি রফিকুল ইসলাম ফেনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
গ্রন্থবিপনী জসিম বুক হাউস এর প্রকাশক ও স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ বদরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সার্জন টিভির পরিচালক কবি ও সাংবাদিক জুবের আহমদ সার্জন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডা. আব্দুল মজিদ, অব: সার্জেন্ট আবু সুফিয়ান, শাহপরান জামিয়া ইসলামিয়া প্রিন্সিপাল শেখ আবু সালেহ মুসা, নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার, গোয়ানঘাটের মহিউসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা শফিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি কামাল আহমদ, ছয়ফুল আলম পারুল, সাংবাদিক শাহান উদ্দিন নাজু এবং কবি ও সংগঠক নিলুপা ইসলাম নিলু।
অনুষ্ঠানে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেঃ কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর, ড. দিদার আহমদ চৌধুরী, লেখক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কবির খান, দ্যি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলী, ব্যবসায়ী ফারুক মাহমুদ চৌধুরী, কবি ও কথাসাহিত্যিক দিলারা রুমা এবং কবি ও সাংবাদিক নূরজাহান শিল্পীসহ ৯ গুণীজন ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সার্জন টিভির ভূয়শী প্রশংসা করে বলেন, সার্জন টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও সার্জন টিভি দেশ ও জাতির কল্যাণে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপোষহীন ভূমিকা রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।