কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতি সিলেটের উদ্যোগে সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম মুনীম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ২টায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতি’র সভাপতি আব্দুল গফফার মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনীম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন বৃহত্তর কালীঘাটের সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সংবর্ধনা প্রদান করায় কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
সমিতির সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি আব্দুল জলিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আব্দুল বাসিত জায়গীরদার, সমিতির কার্য্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য নীলাঞ্জন দাস টুকু, সদস্য বিলাল উদ্দিন প্রমুখ। সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সহ-সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া ও অর্থ সম্পাদক শাহেদুল আম্বিয়া চৌধুরী।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করেন।