হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম বলেছেন, শিক্ষা একটি জাতির প্রাণ। শিক্ষা ছাড়া কোন জাতি তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না। শিক্ষা জাতির উন্নতি ও অগ্রগতির পথ খুলে দেয়।
তিনি আরোও বলেন, শিক্ষার বিকল্প শিক্ষাই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। তাহলেই নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে ভালো স্থানে নিয়ে যেতে পারবে।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হাউজিং এস্টেট কমিউনিটি হলে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর নূর উদ্দিন।
সভাপতির বক্তব্যে ওমর মাহবুব বলেন, শিক্ষা একটি জাতির প্রাণস্বরূপ। একটি শিক্ষিত জাতিই পারে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে। শিক্ষা মানুষের মন ও আত্মার বিকাশ ঘটায় এবং আত্ম-উন্নয়নে সহায়তা করে। দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা অপরিহার্য। শিক্ষা জাতির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এই সংবর্ধনা আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। আমাদের উদ্দেশ্য শুধু অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ জাগানো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহবাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উপদেষ্টা আমিন পারভেজ।
বক্তব্য রাখেন আম্বরখানা বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজান আহমদ, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবিদ আহমদ রফি, তুহিন আহমদ কুতুব, সহিদ হাসান পাবেল, আলভি আহমদ চৌধুরী, সুজন আহমদ, আশরাফ আহমদ চৌধুরী, তাওসিফ, আদনান ছুফি, মইনুল সাদমান, সৈয়দ তাহমিদ, আরহান ইব্রাহিম, মারিয়াম চৌধুরী প্রমুখ।