ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” হবিগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) হবিগঞ্জ জেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা কে. এম. মিনহাজ উদ্দিন।
মাওলানা আবু তৈয়্যব মোজাহিদীর সভাপতিত্বে ও মাওলানা তাফাজ্জুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওঃ কে. এম. নজমুল হক নছিব, সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওঃ নওফল আহমদ।
বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ফায়যুল কারীম, মাওলানা আবু নাছের খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমেদ মানিক, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মাওলানা সৈয়দ আহমদ, মাওলানা আব্দুর রশীদ সিলেট, নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ফিরোজ আহমেদ, বানিয়াচং উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, সদর উপজেলা সভাপতি মাওলানা দিদার আলী, বাহুবল উপজেলা সভাপতি মাওলানা শামসুল হক, লাখাই উপজেলা সভাপতি মাওলানা মহিবুর রহমান, চুনারুঘাট উপজেলা সভাপতি ক্বারী আঃ নূর, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা তারিফ বিন শামস, বানিয়াচং উপজেলা সাধারণত সম্পাদক হাফিজ শিব্বির আহমদ আরজু, মাধবপুর উপজেলা সাধারণত সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মাওলানা শামসুদ্দিন, মাওলানা ছালিকুর রহমান, মাওলানা ইউনূস আলী, মাওলানা আমিনুল হক, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আব্দুল গনি, মাওলানা ফাহিম আহমেদ, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী-কে সভাপতি মাওলানা তাফাজ্জুল হক-কে সাধারণ সম্পাদক ও মাওলানা মোজাহিদ আহমদ মানিক-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।