জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে নিহত শহীদ ফটো সাংবাদিক এটিএম তুরাব সহ সারাদেশে জুলাই আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেটের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ জুলাই) বাদ আছর সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে সিলেটের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান অনুরোধ জানিয়েছেন।