রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর রহমান শিপু ‘বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তারা বলেন, এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহত সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।