বিশ্বের সকল দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের অনলাইনে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশন করার আহবান জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।
তিনি বুধবার (২৩ জুলাই) এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করার দাবি জানিয়ে আসছেন। প্রবাসীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে ভোটার তালিকায় রেজিস্ট্রেশন কার্যক্রম সফলতার দ্বারপ্রান্তে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় প্রবাসীদের নাম রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত গ্রহণ করায় যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের সদিচ্ছা থাকলে প্রবাসীদের ন্যায় ও যৌক্তিক দাবি আদায় করা সম্ভব। তিনি বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে অনলাইনে প্রবাসীদের ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশন শুরু করার আহ্বান জানান।