পৃথিবীর সকল দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের অনলাইনে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশন করার আহবান জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করা। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে ভোটার তালিকায় রেজিস্ট্রেশন কার্যক্রম সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে।
অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় প্রবাসীদের নাম রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত গ্রহণ করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ।
তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে সকল দেশের প্রবাসী বাংলাদেশীদের যৌক্তিক দাবি আদায় করা সম্ভব হয়। প্রবাসী সাব্বির আহমদ বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে সকল দেশের প্রবাসীদের ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার অনুরোধ জানান।