স্টাফ রিপোর্টার :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর (২১) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত অনুমান সাড়ে ১১ ঘটিকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।