ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির পদযাত্রা : আজ সিলেট আসছেন জুলাই যোদ্ধারা

মশাল
জুলাই ২৫, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা আজ শুক্রবার (২৫ জুলাই) হবে। এ উপলক্ষে ইতিপূর্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চ তৈরি করা হয়েছে। অনুষ্ঠান পরিদর্শন করেছেন এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: রেজাউল করিম পিপিএম সেবা। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষ এনসিপির পদ যাত্রা সফল করতে সকল ধরনের ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে সিলেটের অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এনসিপির সিলেট অঞ্চলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

জুলাইযোদ্ধাদের ছবি সম্বলিত রাস্তায় রাস্তায় তরুণ নির্মাণ , পেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে সিলেট নগরী। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপি ছাড়াও বিএনপি ও জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিলেটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে বলে নিশ্চিত করেছেন এন সিপির সিলেট অঞ্চলের একাধিক নেতা।

অনুষ্ঠান চলাকালে নিরাপত্তা জনিত কারণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের সকল রাস্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, কোন কোন জায়গায় চলবে তল্লাশি, নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান চলাকালীন সময়ে বন্ধ থাকতে পারে সামনের রাস্তাটিও বলে জানিয়েছেন সিলেট মেট্রোপল্টন পুলিশের কমিশনার মো :রেজাউল করিম পিপিএম সেবা।

এদিকে সরেজমিনে দেখা যায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চৌহাট্টা থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় পুরানো বাতি পরিবর্তন করে নতুন সড়ক বাতি লাগানো হচ্ছে এনসিপির পদ যাত্রা উপলক্ষে আগের দিন রাতে।

সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যদের শহীদ মিনায় সামন থেকে চৌহাট্টা পর্যন্ত অবস্থান নিতে দেখা যায়। খোদ পুলিশের সিলেট মেট্রো কমিশনার শহীদ মিনার থেকে লামা বাজার হয়ে সিলেট মহানগরীর বেশ কয়েকটি পয়েন্টে পুলিশের বিশেষ টিম নিয়ে মহড়া দিতে দেখা যায়।

ইতিপূর্বে গেলো মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে করে ও পদ যাত্রা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন দলটির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
তিনি বলেন, এনসিপির পদযাত্রা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করছেন। গোপালগঞ্জে যে সশস্ত্র আক্রমণ করা হয়েছে তার ইমপ্যাক্ট সিলেটে পড়বে না। এসময় এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান।

সাংবাদিকদের এনসিপি জানায়, ২৫ জুলাই বিকেল ৫টায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে এসে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবেন। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হবে।

পদযাত্রায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।