গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেট সোমবার ২১ জুলাই তাদের নির্ধারিত দোয়া মাহফিল করেন।
জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে নিহত শহীদ দৈনিক নয়া দিগন্ত /দৈনিক জালালাবাদএর এক সাহসি ফটো সাংবাদিক এটিএম তুরাব সহ সারাদেশে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে কিন্তু ঐদিন রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সারা দেশের মানুষ হয়ে যায় শোকাহত । যার ফলে সরকার ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এ জন্য বিশেষ মোনাজাত করা হয় বিমান দুর্ঘটনায় নিহতদের আর তার মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য।
সোমবার (২১ জুলাই) বাদ আছর সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সভাপতি এম এ হান্নান, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সিনিয়র সহ সভাপতি মো. দুলাল হোসেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যাুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক ডেসনিটির সিলেট জেলা প্রতিনিধি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জালালাবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মুন্সি ইকবাল, দৈনিক কাজির বাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ,রহমানিয়া প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান, আফজাল শিকদার, শরুফা বেগম, কম্পিউটার অপারেট তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কুবরা, তোফায়েল হোসেন সুয়েব, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, আফসানা আক্তার মুন্নি, জুঁই রানী দাস, তাছকিরা জান্নাত ইষা প্রমুখ।
দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে নিহত শহীদ ফটো সাংবাদিক এটিএম তুরাব সহ সারাদেশে জুলাই আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিছুল হক।