বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যবসা-বাণিজ্য, শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীমহল প্রতিনিয়িত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যা প্রশংসনীয়।
তিনি বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণ হিসেবে দেশের কল্যাণে কাজ করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তাবায়ন করতে তৃণমূল ব্যবসায়ী নেতৃবৃন্দকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শনিবার (২৬ জুলাই) দুপুরে সিলেট নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে আল-হামরা শপিং সিটি দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন এবং সহ সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সায়েল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশিক উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক খন্দকার সিপার আহমদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম।
বক্তব্য রাখেন আল-হামরা শপিং সিটি দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার হাজী মো. সুনু মিয়া, নির্বাচন কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ জসীম উদ্দিন, নির্বাচন সহযোগী নিয়াজ উদ্দিন আহমদ, সুজিত দাস। অনুষ্ঠানে সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি ফখরুল ইসলাম, আফজল হোসাইন দিপু, কোষাধ্যক্ষ মো. ইরশাদ আলী ও আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান লিমন, শাহ মো. শাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান দিনাল, প্রচার সম্পাদক কাওছার আলম, হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জলিল আল রাজী, আব্দুর রব, সাংস্কৃতিক সম্পাদক রুকন আহমদ, মাহবুবুর রহমান, কার্যকরী সদস্য নাজিম উদ্দিন চৌধুরী, সঞ্জয় বিশ্বাস, কয়েছ আহমদ, প্রদীপ শাহা, ফয়ছল আহমদ, টিটু সরকার, আমরাফ আহমদ, রিপন মিয়া, রিপন আহমেদ, নোমান আহমেদ অলি, আনোয়ার হোসেন, আবু হাসান মোর্শেদ, সিতাব আলী, আব্দুশ শহীদ জোয়ারদার প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিদ্ধস্তে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয় পরিচালনা করেন নাইওরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজমুদ্দিন কাসেমী।