সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু হওয়ায় ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার (এমবিই, এফসিএইচআই, এমএসসি)-কে সিলেট জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামে কাউন্সিলর আব্দুল জব্বার এর নিজ বাসভবনে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট বন্ধ থাকলে প্রবাসীদের দূর্ভোগে পড়তে হয়। এ নিয়ে সিলেটে সামাজিক সংগঠন, ব্যবাসায়ী নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম শুরু করে। ঐ সময় ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু করতে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ফ্লাইট চালুর ব্যপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যার ফলে আবারও সপ্তাহে ২ দিন সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু করেন কর্তৃপক্ষ।
সংবর্ধনার জবাবে কাউন্সিলর আব্দুল জব্বার বলেন, সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্লাইটের মাধ্যমে প্রবাসীরা ভোগান্তি ছাড়াই দেশে আসা-যাওয়া করতে পারেন। এই ফ্লাইট চালু থাকলে দেশের অর্থর্নীতিও চাঙ্গা থাকে। সব ধরনের সুযোগ-সুবিধাও পাওয়া যায়। তিনি দেশের ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আল জাহান, কৃষি ব্যাংকের ক্যাশিয়ার মাইম খান, মো. নিজাম উদ্দিন, ইউকে-বাংলা লালাবাজারের সিইও এবং ফাউন্ডার আবু বকর, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, সহ সভাপতি লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, দরগাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, জেলা সদস্য আব্দুস সামাদ, বাবেল, প্রবাসী ও শিল্পপতি মাহফুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান সাদিক, লতিফা সুন্নী সংগঠনের সভাপতি জাহিদ খান, মো. জিয়াউর রহমান প্রমুখ।