এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান বলেছেন, প্রযুক্তির এই যুগে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের সন্তানদের প্রতিযোগিতার এ বিশ্বে ঠিকে থাকতে হলে উন্নত জ্ঞান নির্ভর শিক্ষা অর্জন করতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আগামীর তারুন্য নির্ভর দেশ গড়ার কারিগর। ২৪ এর জুলাইয়ের চেতনায় আমাদের শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে মনোযোগী হতে হবে।
শনিবার (২৬ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রাজুয়েট এসোসিয়েশন অব কোম্পানীগঞ্জ এর উদ্যোগে নতুন কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গ্রাজুয়েট এসোসিয়েশন অব কোম্পানীগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেইন, সিলেস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল হক, ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আরিজ আহমদ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোর্শেদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা শামীম আরা বেগম, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সৈয়দুজ্জামান, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রমজান আনী, আরসিটির চেয়ারম্যান আসাদুল হক আসাদ, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ ইন্তাজ আলী, সহ সভাপতি মোঃ মাইনুল ইসলাম, সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান মিজান, সহ সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, সহ সভাপতি কবির হোসেন, সহ সভাপতি মোঃ উমর আলী, সহ সভাপতি মোঃ নিজাম উদ্দীন, সহ সভাপতি কাজী জসিম উদ্দিন, সহ সভাপতি আব্দুল কাদের জিলানী, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি আব্দুল কাদির, সহ সভাপতি ফিরোজ মিয়া, সম্পাদক মাসুক রানা, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন খন্দকার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালাম, সাংগঠনিক সম্পাদক সাচ্চা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মাস্টার সফর আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা লাভলী আক্তার, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা শাহিনা আক্তার, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ইফতেখার মাহমুদ পাবেল, সহ দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক লিটন দাশ, সহ সাংস্কৃতিক সম্পাদক রন্টু দাশ, ধর্ম সম্পাদক ডা. জাকির হোসেন, সহ ধর্ম সম্পাদক ইসা তালুকদার, সদস্য সুমন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত গ্রাজুয়েটপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এসোসিয়েশনের পক্ষ থেকে স্মারক হিসেবে ডায়েরী উপহার প্রদান করা হয়।