জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম বলেছেন, বর্তমানে সংস্কারের নামে কালক্ষেপন করা হচ্ছে। বিভিন্নভাবে বিএনপির নাম প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সংস্কারের নামে কালক্ষেপন না করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, জমিয়ত অতীতে অন্যায় অত্যাচারের পরেও বিএনপির সাথে ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে এবং আগামীতেও একসাথে দেশকে এগিয়ে নিতে কাজ করবে।
শুক্রবার (২৫ জুলাই) ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (মুফতি ওয়াক্কাস) সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাউন্সিলে মাওলানা জুবায়ের আহমদকে সভাপতি এবং মাওলানা নুরুল হককে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা জমিয়তের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়া হাফিজ মাওলানা খলিলুর রহমানকে সভাপতি এবং মাওলানা আবু বকর সরকারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর জমিয়তের কমিটি গঠন করা হয়।
সিলেট মহানগর জমিয়তের আহবায়ক হাফিজ মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হকের ও মাওলানা তোফায়েল আহমদ ওসমানীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি জননেতা এম এ মালেক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিএনপির নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান এবং জমিয়তের সাথে ঐক্য অটুট রেখে আগামীতে কাজ করার অঙ্গীকার জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কারানির্যাতিত জমিয়ত নেতা এবং দলটির কেন্দ্রীয় সাংঘঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান। প্রধান বক্তা মুফতি জাকির হোসাইন খান ফ্যাসিবাদের সময় কারানির্যাতনের বর্ণনা দেন। আগামীতে কোনো চেতনা ব্যাবসায়ীকে এই দেশে স্থান দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
কাউন্সিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ১২ দলীয় জোট এবং জমিয়তের সুনামগঞ্জ ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম। বিশেষ বক্তা তালহা আলম যুগপৎ আন্দোলন এবং জুলাই বিপ্লবে জমিয়তের অবদান তুলে ধরেন এবং জগন্নাথপুর-শান্তিগঞ্জে জমিয়তের শক্ত অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ সিলেট বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ" এবং ৩১ দফা নিয়ে কাজ করছে এবং জমিয়ত সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির সাথে কাজ করবে।