মশাল ডেক্স :: ১৭জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে করে গুলশানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে দ্বিতীয় দফায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয়।
এই ছবিতে দেখা যাচ্ছে ১৭ জুলাই প্রথম দফায় সকাল ১০টার দিকে বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মীর বাসার।