ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মশাল
জুলাই ৩০, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের শিক্ষা প্রকৌশল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নগরীর জিন্দবাজার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

কন্ট্রাক্টর নূর আহমদ এর সভাপতিত্বে ও কন্ট্রাক্টর নাজিম উদ্দিন পান্না এবং জামিল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কন্ট্রাক্টর আব্দুর রকিব, তোফালে আহমদ কবির, আনোয়ার হোসেন রাজু।

সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নুর আহমদ-কে সভাপতি, নাজিম উদ্দীন আহমদ পান্না-কে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম-কে সাংগঠনিক সম্পাদক এবং তারেক আহমদ চৌধুরী-কে দপ্তর সম্পাদক করে দুই বছর মেয়াদে সিলেটের শিক্ষা প্রকৌশল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি রাসেল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, জামিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফুরকান আহমেদ, আলেক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ কবির, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক রিপন আলী, সিনিয়র সদস্য শাকিল আহমদ খান, সদস্য আব্দুর রকিব, মো: জাহাঙ্গীর আলম (২), আতিকুর রহমান টিটু, সাইফুল ইসলাম শামীম, আব্দুস শহিদ, আব্দুল করিম, শাহিনুল ইসলাম পিন্টু , রফিকুল ইসলাম (পাখি)।

কমিটির উপদেষ্টারা হলেন- মাহমুদুল হোসেন তুফা, বিশ্বজিৎ দত্ত, প্রদীপ দাশ, রাখাল দে, আব্দুল মুমিন মামুন।

সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি কন্ট্রাক্টরদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবে। গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে কাজ পরিচালনা করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের উন্নতির পাশাপাশি সুনাম বৃদ্ধি পাবে।

বক্তারা সিলেটের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দকে সিলেটের অতীত ঐতিহ্যকে লালন করে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, গত ২০ জুলাই অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে মঙ্গলবার (২৯ জুলাই) তাদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।