ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রী শ্রী গোপালটিলা আখড়ার দেবোত্তর সম্পত্তি পরিদর্শনে ঐক্য পরিষদ ও পূজা পরিষদের নেতৃবৃন্দ

মশাল
জুলাই ৩১, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর গোপালটিলাস্থ শ্রী শ্রী গোপাল জিউ দেবতার দেবোত্তর সম্পত্তির বর্তমান অবস্থা চাক্ষুষ করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার নেতৃত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর কমিটির এবং বাংলাদেশ পূজা উদযাপন জেলা ও মহানগর নেতৃবৃন্দ সহ নগরের ও গোপালটিলার বিপুল সংখ্যক অনুরাগী ভক্তবৃন্দ অশংগ্রহণ করেন।

শ্রী শ্রী গোপালটিলা দেবোত্তর সম্পত্তি সম্পর্কে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষেধাজ্ঞা বহাল থাকাবস্থায় কিছুদিন যাবৎ জনৈক দীপক রায় ভূমিগ্রাসকারী কুচক্রী মহলের মদদে গোপাল জিউ দেবতার মূল্যবান ভূমিতে বিভিন্ন নামে উন্নয়ন কার্যক্রম চালিয়ে দেবোত্তর সম্পত্তি গ্রাস করার অবৈধ কর্মকান্ড করে যাচ্ছে। গোপালটিলার মূল্যবান ভূ-সম্পত্তি গ্রাস করার লক্ষ্যে একটি শক্তিশালী দুষ্টচক্র দীর্ঘদিন যাবত সক্রিয়, দীপক রায় এই অপশক্তিরই সক্রিয় অংশ হিসেবে চিহ্নিত। গোপালটিলা পরিচালনা কমিটি সহ নেতৃবৃন্দের নামে মিথ্যা, বানোয়াট, কুৎসারটনা করে যাচ্ছে।

মহামান্য উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আদেশ সম্পর্কে স্থানীয় পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ সম্পর্কে একাধিকবার জ্ঞাত করা হয়েছে। এমতাবস্থায় প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে ভূমি খোকো গোষ্ঠীর সক্রিয় প্রতিনিধি দীপক রায় আজ গোপাল জিউ দেবতার মূল্যবান ভূমি গ্রাসে লিপ্ত হয়েছে। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করলে এমন ন্যাক্কারজনক দখল বাণিজ্যের ঘটনা কখনো হতে পারে না।

গোপাল জিউ আখড়া কমিটির সম্পাদক সজল পুরকায়স্থ এর সভাপতিত্বে ও পলাশ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রশাসনের নিষ্কিয়তা সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, পূজা পরিষদ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ, কোষাধ্যক্ষ ডি জি রুমু, পূজা পরিষদ জেলা শাখার কোষাধ্যক্ষ বিদ্যুৎ সেন, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্ত্তী, শাহপরাণ থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ, মোগলাবাজার সভাপতি মন মোহন দেবনাথ, এয়ারপোর্ট সভাপতি নান্টু রঞ্জন সিংহ, ঐক্য পরিষদ মোগলাবাজার সভাপতি রাজকুমার পাল, রাজু, শাহপরাণ থানা শাখার সভাপতি, ধীরেন্দ ধর, সদস্য গকুল দেবনাথ, এলাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন সুশেন্দ্র চন্দ্র সরকার, টিটন মল্লিক, সুমন দত্ত, পবিত্র দেবনাথ, দুলন দেব প্রমখক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।