ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কে এম আবু তাহের চৌধুরী রচিত “রঙের দুনিয়া” কাব্য গ্রন্থের প্রকাশনা

মশাল
জুলাই ৩১, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী কে এম আবু তাহের চৌধুরী সমাজ ও কমিউনিটির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। সমাজসেবার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও কাব্য চর্চার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বিগত নির্বাচনে তাঁকে ও এসপায়ার পার্টিকে সহযোগিতা করায় কে এম আবু তাহের চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বুধবার (৩০ জুলাই) পূর্ব লণ্ডনের কমার্সিয়েল রোডস্থ লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে আয়োজিত বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী ও কবি কে এম আবু তাহের চৌধুরী রচিত দ্বিতীয় কাব্য গ্রন্থ “রঙের দুনিয়া”-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা এম এ মান্নানের সভাপতিত্বে এবং লেখক ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মাইউম মিয়া তালুকদার, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নুর, বৃটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, লেখক শাহগীর বখত ফারুক, ব্রেন্ট কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিল অব মস্কের চেয়ারম্যন, বিশিষ্ট আলেম মাওলানা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা।

সভায় লেখকের সামাজিক ও কমিউনিটির কাজ সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড: মোহাম্মদ আবুল লেইছ । কাব্য গ্রন্থের উপর পর্যালোচনা পেশ করেন কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী। লেখকের পরিচিতি তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী। লেখকের উপর স্বরচিত একটি কবিতা পাঠ করেন কবি-কলামিস্ট শিহাবুজ্জামান কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হামিদ হোসেইন আজাদ, ব্যারিস্টার নাজির আহমদ, বিশিষ্ট সাংবাদিক রহমত আলী, ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রেজা ফয়সল আহমদ চৌধুরী শোয়েব, একাউন্টেন্ট নাসির উদ্দিন, ডঃ এম এ আজিজ, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, সৈয়দ সুহেল আহমদ, শেখ ফারুক আহমদ, সাংবাদিক এনাম চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুর রব, নুরুল আমিন, মিসেস ঝর্না চৌধুরী, ছয়ফুর রহমান কোরেশী হিরু, হাজী ফারুক মিয়া, মিসেস কামরুন্নেছা নাহার শোভা মতিন, সাংস্কৃতিক কর্মী মাহফুজা তালুকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার সাঈদ আহমদ, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, কাউন্সিলার ব্যারিস্টার মোস্তাক আহমদ, কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না, কাউন্সিলার কবির আহমদ, কাউন্সিলার সাবিনা আক্তার, ব্যারিস্টার আব্দুস শহীদ, কাউন্সিলার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার মুজিবুর রহমান, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাবেক কাউন্সিলার শাহ আলম, সাংবাদিক মহিউদ্দিন আফজাল, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, প্রভাষক আব্দুল হাই, কমিউনিটি নেতা আব্দুল মুকিত, মইনুল ইসলাম খান, এ কে জিল্লুল হক, ফয়সল আহমদ আখন্দ, যুব নেতা সায়েম রহমান, কবি আবু হোসেন, এমদাদ তালুকদার এমবিই, হাজী ফারুক মিয়া, সাংবাদিক শোয়েব কবির, সাংবাদিক খালেদ মাসুদ রনি, সাংবাদিক আব্দুর রশীদ, ডাঃ সাংবাদিক গিয়াস উদ্দিন আহমদ, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, এডভোকেট আবু মাসুদ, ইঞ্জিনিয়ার আবু আক্কাস চৌধুরী, যুব নেতা জুবেল বেলাল, নারী নেত্রী শাহিনা চৌধুরী, লেখক সাদেকুল আমিন, কবি নোমান চৌধুরী, মাওলানা নুরুল হক, ডাঃ উম্মে মুনিরা চৌধুরী, মিছবাউর রহমান চৌধুরী, ইকবাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী বুলু মিয়া। শেষে দোয়া পরিচালনা করেন শায়েখ সালেহ আহমদ হামিদী।

লেখক কে এম আবু তাহের চৌধুরী প্রকাশনা উদযাপন কমিটি ও সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সমাজের কাজ করি। কমিউনিটির সকল স্তরের মানুষের ভালবাসা ও সম্মান প্রদর্শনে আমি মুগ্ধ ও আনন্দিত। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।